ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রিয়ান্না যখন নববধূর সহকারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
রিয়ান্না যখন নববধূর সহকারী রিয়ান্না

রিয়ান্নার সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন জেনিফার রোজালেস। হাওয়াই দ্বীপের সমুদ্র সৈকতে অ্যারন ডেভিসের সঙ্গে তার বিয়ে হয়ে গেলো।

সহকারীর অনুরোধে সব কাজ দু’হাতে দূরে সরিয়ে বিয়েতে না গিয়ে পারেননি বারবাডোজের এই রিদমঅ্যান্ডব্লুজ গায়িকা। শুধু আনন্দই করলেন না, নববধূর সহকারী হিসেবেও দায়িত্ব পালন করলেন তিনি। ইংরেজিতে যাকে বলে ব্রাইডসমেড।

জানা গেছে, বিয়েতে রিয়ান্না-সহ মোট অতিথি ছিলেন দশ জন। ২৭ বছর বয়সী এই তারকা পরেছিলেন ব্যাজলি মিশকার নকশায় সাজানো ল্যাভেন্ডার রঙের গাউন। ভি-নেকলাইন আর বিশেষভাবে বাঁধা এলোমেলো চুলে দারুণ দেখাচ্ছিলো তাকে। হাতে ছিলো সাদা গোলাপের তোড়া। বলা যায়, সাজগোজে কনেকে ছাপিয়ে গেলেন তিনি!

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর উথালপাথাল নীল জল আর চিকচিক সোনালি বালিতে হৈ-হুল্লোড় করে জেনিফারের অন্যান্য বন্ধুর সঙ্গে রিয়ান্না ছবিও তুলেছেন। এর মধ্যে কয়েকটি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। অ্যারন ও জেনিফারের বিয়ের সময়কার অন্তরঙ্গ মুহূর্তের ছবিও আছে তাতে। তিনি এর নাম দিয়েছেন ‘পারফেকশন’।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।