ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার প্রথম হিন্দি গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
প্রিয়াঙ্কার প্রথম হিন্দি গান প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয়ের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এতোদিন তার কণ্ঠে শুধু ইংরেজি গানই শোনা গেছে।

এবার হিন্দি ছবির গানেও অভিষেক হলো ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর।  

 

নিজের অভিনীত ‘দিল ধাড়কানে দো’ ছবির শিরোনাম-গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা। এটি গেয়েছেনও ফারহান আখতারও। এই গানে প্রিয়াঙ্কার পাশাপাশি ঠোঁট মিলিয়েছেন আরেক অভিনেত্রী আনুশকা শর্মা। অন্যদিকে ফারহানের সঙ্গে ঠোঁট মেলান অনিল কাপুর ও রণবীর সিং। সুর ও সংগীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়।

জোয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ মুক্তি পাবে আগামী ৫ জুন।  

 

* ‘দিল ধাড়কানে দো’ ছবির গানের ভিডিও : 

 

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।