ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আরফিন রুমি ও কোনালের ‘নিঃশ্বাস’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরফিন রুমি ও কোনালের ‘নিঃশ্বাস’ আরফিন রুমি ও কোনাল

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির গান তৈরির কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে ‘নিঃশ্বাস’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও কোনাল।

এর কথা লিখেছেন জাহিদ হাসান অভি। সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি।

নতুন ছবির গান প্রসঙ্গে আরফিন রুমি বাংলানিউজকে বলেন, ‘রাজ মামার (এই নামেই ডাকেন তিনি) সঙ্গে আমার বোঝাপড়া হয় ভালো। তার ‘ছায়া-ছবি’ আর ‘তারকাঁটা’র সব গান করেছি আমি। এবারও তিনি আমার ওপর আস্থা রেখেছেন। কোনাল এর আগে আমার সঙ্গে কাজ করার সুযোগ পায়নি। আশা করি, আমার আর কোনালের নতুন সম্মিলন শ্রোতাদেরকে ভালো একটা গান দেবে। ’

জানা গেছে, পর্দায় ‘নিঃশ্বাস’ গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও অপু বিশ্বাস। রাজ বাংলানিউজকে জানান, ‘আমার এবারের ছবির গল্পটা এমন যে, খুব বেশি গান ব্যবহারের সুযোগ নেই। তবে এবারের গানগুলো বিভিন্ন সংগীত পরিচালক তৈরি করছেন। ’

কোনালকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে রাজ বলেন, ‘মেয়েটা ভালো গায়। তাই তাকে একটা সুযোগ দিলাম। এই গান নিয়ে আমি আশাবাদী। ’


* (ওপরের ছবিতে বাঁ থেকে) অভি, কোনাল, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আরফিন রুমি

বাংলাদেশ সময় : ০০২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।