ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘সেন্সলেস’ নাটকে শায়লা সাবি ও মোশাররফ করিম

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ২৪ এপ্রিল রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

 

সংগীত

যাত্রাবিরতি, কামাল আতাতুর্ক এভিনিউ : তিন দিনের গানের আসর প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

 

 

মঞ্চ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

* জাতীয় চিত্রশালা প্লাজা : আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’। মেলা ও নৃত্যনুষ্ঠান  প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।  

* জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তন : স্রোত আবৃত্তি সংসদের আয়োজনে ‘শব্দরথের অভিযাত্রী’ সন্ধ্যা ৭টায়।  

* জাতীয় নাট্যশালা মূল হল : স্টেজ ওয়ানের নাটক ‘সূচনা’ সন্ধ্যা ৭টায়। লিখেছেন আবুল হায়াত, নির্দেশনায় রহমত আলী। অভিনয়ে মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও শামীম নাজনীন।  

* এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : নাট্যম রেপার্টরির নাটক ‘সাইকেলঅলা’ সন্ধ্যা ৭টায়। মূল গল্প বিজয় টেন্ডুলকার, অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনায় আইরিন পারভীন লোপা।

* স্টুডিও থিয়েটার হল : আগন্তুক রেপার্টরি থিয়েটারের নাটক ‘অন্ধকারে মিথেন’ সন্ধ্যা ৭টায়। রচনা ও নির্দেশনায় পান্থ শাহরিয়ার।

 

চলচ্চিত্র

ব্লকবাস্টার সিনেমাস

* ফিউরিয়াস সেভেন থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ৫০)।

* খোকা বাবু ৪২০ (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, সন্ধ্যা ৬টা ৪৫)।

* ইনসার্জেন্ট থ্রিডি (দুপুর ১২টা, বিকেল ৫টা ৪০, রাত ৮টা ১০)।

* দ্য ল্যাজারাস ইফেক্ট (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৬টা)।

* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৪টা)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর ২টা ৩০)।

 

টেলিভিশন


এটিএন বাংলা :
 টেলিভিশন নাটক নিয়ে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’ রাত ৮টা ৪৫ মিনিটে। উপস্থাপনায় আলিফ চৌধুরী ও সাদিয়া সোমা।  

চ্যানেল আই :  টেলিছবি ‘প্রজাপতি সেন’ দুপুর ২টা ৪০ মিনিটে। অভিনয়ে তারিক আনাম খান, এসএম মহসিন, মিথিলা।  

একুশে টেলিভিশন :  ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, আফরান নিশো, মাজনুন মিজান। ‘ফেনো লাইভ স্টুডিও কনসার্ট’ রাত ১২টা ৫ মিনিটে।  


এনটিভি :
 ইভানের উপস্থাপনায় ‘বন্ধু তোমারই খোঁজে’ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অতিথি মোহাম্মদ রফিক। ধারাবাহিক নাটক ‘বিন্দু বিসর্গ’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আব্দুল কাদের, ফারুক আহমেদ, লায়লা হাসান, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, স্পর্শীয়া, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র।

আরটিভি :  তারকা ও তার মাকে নিয়ে অনুষ্ঠান ‘আমি আর মা’ রাত ১১টা ২০ মিনিটে।  

বাংলাভিশন : সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনায় ‘গানে গানে দেশে দেশে’ রাত ৯টা ০৫ মিনিটে। তিন পর্বের নাটক ‘অবন্তী তোমার অপেক্ষায়’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে তারিন, আনিসুর রহমান মিলন, হাসিন প্রমুখ। ব্যক্তিগত সমস্যার সরাসরি পরামর্শের অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’ রাত ১১টা ২৫ মিনিটে। সঞ্চালনায় অভিনেত্রী সারা যাকের, বিশ্লেষণে মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানম।  

দেশ টিভি :  সরাসরি সংগীতানুষ্ঠান ‘প্রিয়জনের গান’ বিকেল ৩টায়। পরিবেশনায় ডালিয়া ও রাজন। সরাসরি সংগীতানুষ্ঠান ‘কল’-এর গান’ রাত ১১টা ৪৫ মিনিটে। পরিবেশনায় সাইকোভিনা ব্যান্ড।  

মাছরাঙা টেলিভিশন : সরাসরি সংগীতানুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’ দুপুর ২টা ৩০ মিনিটে। পরিবেশনায় বাউল এক্সপ্রেস, উপস্থাপনায় দিঠি। একক নাটক ‘সেন্সলেস’ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে মোশাররফ করিম, শায়লা সাবি ও কচি খন্দকার। মিউজিক ফিউশন ‘আনপ্লাগড’ রাত ১১টায়। অংশগ্রহণে ভজন ক্ষ্যাপা ও এজাজ, অপু, রমা, ইউসুফ ও বাউল শিরিন আক্তার।


বৈশাখী টিভি :
সরাসরি সংগীতানুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ রাত ১১টায়। পরিবেশনায় ডিফারেন্ট টাচ ব্যান্ড।


জিটিভি :  
বাংলাদেশ বনাম পাকিস্তান টি২০ সন্ধ্যা সাড়ে ৬টায় সরাসরি। শ্রাবণ্যর উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ রাত সাড়ে ৯টায়। সামিয়ার উপস্থাপনায় ‘ক্রিকেট হাইলাইটস’ রাত ১০টায়।

চ্যানেল নাইন :  বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৪-১৫: ব্রাদার্স ইউনিয়ন বনাম মুক্তিযোদ্ধা সংসদ বিকেল ৪টা ১৫ মিনিটে সরাসরি। আইপিএল-৮: রাজস্থান রয়েলস বনাম রয়েল চ্যালেঞ্জার’স ব্যাঙ্গালোর রাত সাগে ৮টায় সরাসরি।

এসএ টিভি : একক নাটক ‘জোসনার অন্ধকার’ রাত ৯টায়। অভিনয়ে রওনক হাসান, মৌটুসী, মুনিরা মিঠু। সরাসরি গানের অনুষ্ঠান ‘এসএ লাইভ স্টুডিও’ রাত ১১টায়। পরিবেশনায় তীরন্দাজ ব্যান্ড।

 

প্রদর্শনী

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী ‘নোটেশন: রিকনস্ট্রাক্টেড’ চলবে ২৬ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান ১ : শিল্পী মাহবুবুর রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’ চলবে চলবে ২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।  

আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি 

* লা গ্যালারি : ‘টু ইয়াং টু ওয়েড’ একক আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা।

* গ্যালারি জুম :  লুবনা চার্যর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ফায়ারফ্লাই’। উদ্বোধন বিকেল ৫টায়। চলবে ৬ মে পর্যন্ত ।

দৃক গ্যালারি, ধানমন্ডি :  মোস্কা নাজিব ও নাজেস আফরোজের আলোকচিত্র প্রদর্শনী `কাবুল থেকে কলকাতা: সম্পদ, স্মৃতি ও পরিচয়’। উদ্বোধন বিকেল সাড়ে পাঁচটায়। চলবে ৬ মে পর্যন্ত।

গ্যালারি চিত্রক, ধানমন্ডি : সুকুমার পালের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ফিরে চল মাটির টানে-২’। উদ্বোধন সন্ধ্যা ৬টায়। চলবে ১ মে পর্যন্ত ।

 

বাংলাদেশ সময় : ১২১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।