ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার ‘ফিউরিয়াস এইট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এবার ‘ফিউরিয়াস এইট’

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের আগের ছয়টি ছবিকে ছাড়িয়ে গেছে ‘ফিউরিয়াস সেভেন’। মাত্র ১৭ দিনেই এটি হয়ে গেছে বিলিয়নিয়ার।

তাই এর অষ্টম কিস্তির ঘোষণা আসা ছিলো সময়ের ব্যাপার। হলোও তা-ই।  

 

২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে ‘ফিউরিয়াস এইট’। গত ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস ভেগাসে চলমান সিনেমাকন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ছবিটির মূল অভিনেতা ভিন ডিজেল। এবারের পর্বও পরিচালনা করবেন জেমস ওয়ান।  

 

‘ফিউরিয়াস এইট’ হবে পল ওয়াকার ছাড়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের প্রথম ছবি। সিনেমাকনে প্রয়াত এই মার্কিন অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডিজেল। তিনি বলেন, ‘দর্শক ও ওপরে চলে যাওয়া আমার ভাইকে (পল) প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সেরা ছবি বানাতে যাচ্ছি যা আগে কখনও দেখেননি। ’

 

‘ফিউরিয়াস সেভেন’-এর সহশিল্পী ডোয়ায়েন জনসন, মিশেল রড্রিগেজ, জর্ডানা ব্রুস্টার ও কার্ট রাসেল এবারের পর্বেও ফিরবেন কি-না তা জানানো হয়নি ইউনিভার্সাল পিকচার্স থেকে।  

 

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।