ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড তারকারা যদি অ্যাভেঞ্জারস ছবিতে থাকতেন!

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বলিউড তারকারা যদি অ্যাভেঞ্জারস ছবিতে থাকতেন! (বাঁ থেকে) শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও হৃতিক রোশন

আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হাউকি, নিক ফিউরি এবং ব্ল্যাক উইডো- মার্ভেল কমিকসের এই সুপারহিরোরা একসঙ্গে অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে। হলিউডের সাড়াজাগানো সিরিজটির দ্বিতীয় পর্বে তারা আবার ফিরছেন।

আগামী ১ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’। বলিউডে যদি এ ছবি বানানো হতো, তাহলে কাকে কোন চরিত্রে মানাতো তা নিয়ে মজার প্রতিবেদন বেরিয়েছে। চলুন দেখা যাক।

* (বাঁয়ে) আয়রন ম্যান চরিত্রে রূপদানকারী রবার্ট ডাউনি জুনিয়র। (ডানে) লৌহমানবের পোশাকে শাহরুখ খান।


* (বাঁয়ে) থর চরিত্রের অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। (ডানে) থরের সাজে হৃতিক রোশন।


* (বাঁয়ে) হাল্ক চরিত্রে মার্ক রাফালো। (ডানে) সবুজ দানবের ভূমিকায় আমির খান।


* (বাঁয়ে) ব্ল্যাক উইডোর ভূমিকায় স্কারলেট জোহানসন। (ডানে) ব্ল্যাক উইডোর সাজে প্রিয়াঙ্কা চোপড়া।

* (বাঁয়ে) ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ক্রিস ইভান্স। (ডানে) ক্যাপ্টেন আমেরিকার পোশাকে সিদ্ধার্থ মালহোত্রা।

* (বাঁয়ে) হাউকির ভূমিকায় জেরেমি রেনার। (ডানে) তীরন্দাজ হাউকির বেশে শহীদ কাপুর।


* (বাঁয়ে) নিক ফিউরি চরিত্রে স্যামুয়েল এল জ্যাকসন। (ডানে) নিক ফিউরির সাজে ইরফান খান।


* (বাঁয়ে) কুইক সিলভার চরিত্রে অ্যারন টেলর-জনসন। (ডানে) কুইক সিলভারের পোশাকে বরুণ ধাওয়ান।

* (বাঁয়ে) স্কারলেট উইচ চরিত্রে এলিজাবেথ ওলসেন। (ডানে) স্কারলেট উইচের সাজে আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।