ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিকেট খাচ্ছেন সালমা হায়েক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ক্রিকেট খাচ্ছেন সালমা হায়েক! সালমা হায়েক

ক্রিকেট মানে ঝিঝি পোকা। এটাই সালমা হায়েকের প্রিয় খাবার! ঝিঝি পোকা খাওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেক্সিকান এই অভিনেত্রী।

তিনি বলেছেন, ‘ক্রিকেট খাচ্ছি। ’

সালমার মন্তব্য, ডায়েটের জন্য ঝিঝি পোকা উপকারি। তার জিভের ডগায় ঝিঁঝিপোকার ছবি অন্তর্জাল দুনিয়ায় হুড়মুড় করে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ৪৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘এই ঝিঝি পোকা মেক্সিকোর ওয়াক্সাকা অঞ্চলে পাওয়া যায়। এগুলো খাওয়ার উপযোগী। ’

নানা ধরনের পোকামাকড় বরাবরই পছন্দ সালমার। এর আগে ‘লেট শো উইথ ডেভিড লেটারম্যান’ অনুষ্ঠানে তিনি ফড়িং খেয়ে বলেছিলেন, ‘জিভে জল এসে গেছে। ফড়িং খেতে দারুণ!’ তার পছন্দের তালিকায় আরও আছে কেঁচো এবং পিঁপড়ে।

* সালমা হায়েকের ঝিঁঝিপোকা খাওয়ার ভিডিও :


বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।