ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবেগপ্রবণ আমিরের আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ৪, ২০১৫
আবেগপ্রবণ আমিরের আহ্বান আমির খান

মানুষের দুরবস্থার কথা জানলে চোখে জল ধরে রাখতে পারেন না আমির খান। তার সঞ্চালনায় ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বে এ দৃশ্য দেখা গেছে।

তাই ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্যও কাঁদছে তার হৃদয়। নেপালে মৃতের সংখ্যা সাত হাজারের ঘর ছাড়িয়েছে। এ খবরে আরও বিষণ্ন হয়ে পড়েছেন তিনি।  

 

টুইটারের মাধ্যমে ভক্তদের প্রতি নেপালের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন আমির। বিশেষ করে দুর্গত শিশুদের সহায়তার ওপর গুরুত্ব দিতে বলেছেন ৫০ বছর বয়সী বলিউডের এই সুপারস্টার। তিনি বলেন, ‘সম্প্রতি নেপালে বেড়াতে গিয়েছিলাম। দেশটিতে হাজার হাজার মানুষের মৃত্যুতে আমি মর্মাহত। সে দেশের শিশুদের জন্য কিছু করুন। ’

 

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় পুরো নেপাল। এই মর্মান্তিক দৃশ্য দেখে বলিউড ও হলিউড তারকারা সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।  

 

এদিকে আমির এখন তার নতুন ছবি ‘দঙ্গল’-এর প্রস্তুতি নিচ্ছেন। এজন্য হরিয়ানভি ভাষা শিখতে হবে তাকে। তাই এই ভাষায় পণ্ডিত এমন একজনকে খুঁজছেন তিনি।  

 

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ৪, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।