ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রাহাতের সংগীতায়োজনে শামীমের ‘আমায় ভাসাইলিরে’

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ৫, ২০১৫
রাহাতের সংগীতায়োজনে শামীমের ‘আমায় ভাসাইলিরে’ ডিজে রাহাত ও শামীম

পাওয়ার ভয়েজ প্রতিযোগিতা থেকে আসা তরুন প্রতিভাবান শিল্পী শামীম। এবার তিনি একক অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন।

এর আগে পল্লীকবি জসিম উদ্দিনের ‘আমায় ভাসাইলিরে’ গানটি করলেন তিনি। আর এ গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। শিগগিরই এ গানটির ভিডিও দর্শকরা উপভোগ করবেন। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান।  

 

গানটি নিয়ে শামীম বাংলানিউজকে বলেন, ‘পাওয়ার ভয়েজ থেকে বের হয়ে ‘পাওয়ার প্রজেক্ট’ নামে একটি মিশ্র অ্যালবামে গান করেছি। এর বাইরে দু-একটা মিশ্র অ্যালবামেও গান করা হয়েছে। এবার নিজের নতুন অ্যালবামের কাজ শুরু করার পরিকল্পনা করেছি। আর রাহাত ভাইয়ের পরিকল্পনায় পল্লীকবির এ গানটি করেছি। আশা করি, শ্রোতাদের ভালোলাগবে। ’

জানা যায়, ই-মিউজিকের ব্যানারে নির্মিত এ গানটির ভিডিও সব চ্যানেলে শিগগিরই প্রচার হবে।  

‘আমায় ভাসােইলিরে’ গানের ভিডিও লিংক:

 

 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৫ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।