ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ন্সের যে পোশাক নিয়ে হৈচৈ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
বিয়ন্সের যে পোশাক নিয়ে হৈচৈ বিয়ন্সে নোলস

প্রায় নগ্ন পোশাক পরে হৈচৈ ফেলে দিলেন বিয়ন্সে নোলস। মেট গালার পর্দা নামার ঠিক আগে সব আলো একাই কেড়ে নিলেন তিনি।

লালগালিচায় শেষ আকর্ষণ ছিলেন ৩৩ বছর বয়সী এই মার্কিন গায়িকা। পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে, এতোটা যৌন আবেদনময়ী কখনও মনে হয়নি তাকে।  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ৪ মে অনুষ্ঠিত মেট গালায় বিয়ন্সের পরা আঁটসাঁট পোশাকটি ডিজাইনে গিভেন্সি ব্যবহার করেছে বাহারি রঙের কাঁচের টুকরো ও দামি পাথর। তার লজ্জাস্থানগুলো আবৃত ছিলো বিভিন্ন সোনাদানার অলঙ্কারে। এমন পোশাকে ২০টি গ্র্যামিজয়ী এই তারকার মধ্যে কোনো জড়তা দেখা যায়নি। তাকে সঙ্গ দিয়েছেন স্বামী জে-জি। তাদের সংসারে আছে এক কন্যাসন্তান (ব্লু আইভি কার্টার)।

প্রায় প্রতি বছরই মেট গালায় খোলামেলা পোশাক পরে হাজির হন বিয়ন্সে। গত বছর মেট গালা অনুষ্ঠান চলাকালে হোটেলের লিফটে তার বোন সোলেঞ্জ নোলসের সঙ্গে বাগযুদ্ধ হয় জে-জির। এ ঘটনা সোরগোল ফেলে দেয় সর্বত্র। তবে এবার বিয়ন্সে ঠিকই সব মনোযোগ নিয়ে গেলেন তার দিকে।


প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে মেট গালার আয়োজন করা হয়। এটি কস্টিউম ইনস্টিটিউট গালা বা মেট বল নামেও পরিচিত।


বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, মে ৫, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।