ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নকীব খানের সুরে লিজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
নকীব খানের সুরে লিজা লিজা ও নকীব খান

রেনেসাঁ ব্যান্ডের প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খানের সুরে দুটি গান গাইলেন লিজা। দুটিরই সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।

সম্প্রতি গান দুটির রেকর্ডিং হয়েছে।

 

একটির শিরোনাম ‘ওগো পূর্ণিমা চাঁদ’। এটির কথা লিখেছেন ড. শোয়েব আহমেদ। অন্যটির শিরোনাম ‘চাইনি এমন করে’, এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

 

২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার বিজয়ী সানিয়া সুলতানা লিজার নতুন দুটি গান থাকবে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘সুরাইয়া’য়। আগামী রোজার ঈদে প্রকাশ হবে এটি। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নকীব খান স্যারের গানের ভক্ত আমি। ইচ্ছা ছিলো কখনও সুযোগ পেলে তার সুরে গাইবো। এজন্য আমি অনেক খুশি। ’ 

 

লিজার গায়কী প্রসঙ্গে নকীব খান বলেন, ‘লিজার গলাটা আমার খুব পছন্দের। খুব সুরে গায় সে। তার কণ্ঠের সঙ্গে সঙ্গতি রেখেই গান দুটি তৈরি করেছি। ’ 

 

বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, মে ৫, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।