ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কানে একসঙ্গে দেখা দেবেন না তারা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৫, ২০১৫
কানে একসঙ্গে দেখা দেবেন না তারা (বাঁ থেকে) ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর

কান উৎসবের ৬৮তম আসরের লালগালিচায় বলিউডের তিন অভিনেত্রীর রূপের জৌলুস দেখার দিন গুনছেন ভক্তরা। তিনজনই লরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন।

তারা হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর। তবে একসঙ্গে দেখা দেবেন না কেউই।  

 

ঐশ্বরিয়া এ নিয়ে চতুর্দশবারের মতো হাজির হবেন। তিনি লালগালিচায় হাঁটবেন আগামী ১৭ ও ২০ মে। এ ছাড়া ২১ মে বার্ষিক আমফার গালায় স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে অংশ নেবেন তিনি।

 

ঐশ্বরিয়ার মতো সোনমও কম যান না। তিনি কানে যাচ্ছেন পঞ্চমবারের মতো। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী লালগালিচায় হাঁটবেন আগামী ১৬ ও ১৮ মে।  

 

এদিকে আগামী ১৩ মে উৎসবের উদ্বোধনী দিনে লরিয়ালের অ্যাম্বাসেডর হিসেবে ক্যাটরিনার অভিষেক হবে কানে। পরদিনও লালগালিচায় দেখা যাবে তার দর্শন। দু’দিনই তিনি থাকবেন একই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর জুলিয়ান মুর, নাওমি ওয়াটস ও ফ্যান বিংবিংয়ের সঙ্গে।  

 

কানে অংশগ্রহণ উপলক্ষে টুইটারে অ্যাকাউন্ট চালু করেছেন ক্যাটরিনা। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী গত ৪ মে বলেছেন, ‘সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র দশ দিন!’

 

এদিকে অন্যান্য বিখ্যাত তারকাদের মধ্যে গায়িকা শেরিল কোল ১৫ মে, বর্ষীয়ান অভিনেত্রী জেন ফন্ডা ১৬ ও ১৭ মে এবং অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাউয়েল ১৬ ও ১৮ মে লালগালিচায় আসবেন।

 

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৫, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।