ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নদীর পাড় থেকে সমুদ্রে হীরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ৫, ২০১৫
নদীর পাড় থেকে সমুদ্রে হীরা! রুখসানা আলি হীরা

সিরাজগঞ্জে যমুনার পাড় ও পদ্মার পাড়ে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’ ধারাবাহিক নাটকের কাজ করলেন রুখসানা আলি হীরা। সেখানে চারদিন ছিলেন তিনি।

আরটিভিতে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ‘উড়ামন’।

 

নদীর পাড় থেকে হীরা এবার যাবেন সমুদ্রে! মানে কক্সবাজারে। সেখানে আগামী ১২ ও ১৩ মে একটি টেলিছবিতে অভিনয় করবেন তিনি। এটি আসাদুজ্জামান আরিয়ানের পরিচালনায় এতে আরও থাকবেন তারিক আনাম, সজল ও ইরেশ যাকের। এটি আগামী রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে।  

 

হীরা বাংলানিউজকে বললেন, ‘উড়ামন নাটকে আমাকে দেখা যাচ্ছে বিন্দি চরিত্রে। মেয়েটি নাটকে অভিনয় করেন। একটি পরিবারে তাকে নিয়ে যাওয়া হয় অভিনয়ের জন্য। এরপর থেকে সে গ্রামের সবার মধ্যে ঝামেলা তৈরির চেষ্টা করে। এ নাটকের মতো ঈদের টেলিছবিতেও আমার চরিত্রটি একটু নেতিবাচক। ওখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মেয়ের ভূমিকায় দর্শকরা আমাকে দেখবেন। ’

 

এদিকে আগামী ঈদের জন্য বিইউ শুভর পরিচালনায় সাত পর্বের নাটকে কাজ করার কথা রয়েছে হীরার।  

 

বাংলাদেশ সময় : ১৮৫৯ ঘণ্টা, মে ৬, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।