ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এহসান কবিরের ‘যাক না হারিয়ে’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
এহসান কবিরের ‘যাক না হারিয়ে’ এহসান কবির

তরুণ প্রজন্মের চার শিল্পী রোজলীন, তমাল হাসান, মিতু ও এহসান কবির। সম্প্রতি সপ্তসুরের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের মিশ্র অ্যালবাম ‘খুঁজি তোমায়’।

অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছেন তমাল হাসান। এরমধ্যে ‘আমার বাংলা’ ও ‘ভাবছো কি তাই’ শিরোনামের গান দুটি করেছে এহসান কবির। তার গানদুটো শ্রোতাপ্রিয় হবার পর এই শিল্পী এবার একক অ্যালবামের কাজ শুরু করছেন।

এর নাম রেখেছেন ‘যাক না হারিয়ে’। অ্যালবামে ‍মোট গান থাকছে দশটি। চারটি গানে তার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন প্রমি, মিতু, রোজলিন ও লুবনা। একটি সুর করেছেন বিজন বিশ্বাস। আর বাঁকী নয়টি গানের সুর করেছেন তমাল হাসান। অ্যালবামটির জন্য গান লিখেছেন মামুন রনি, রিজভী জয়, বিজন, হিরেন্দ্রনাথ মৃধা, ইন্দ্রনীল ছেত্রি এবং ফারহান দিগন্ত।

অ্যালবাম সম্পর্কে এহসান কবির বাংলানিউজকে বলেন, ‘অ্যালবামটি আমার মেধা ও পরিশ্রমের ফসল। গানগুলোর কথা, সুর এবং সংগীতায়োজন একটু ভিন্ন আঙ্গিকে করা। এর কারণে বাংলা গান সম্পর্কে শ্রোতাদের একটা ভিন্ন মাত্রার আনন্দ এবং ধারনা দিবে বলে আমার বিশ্বাস। ’

অ্যালবামটি বাজারে নিয়ে আসছে ‘মি লেবেল-মাশরুম এন্টারটেনমেনট’।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ৫ মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।