ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অপির জন্য আফজাল যেখানে ভয়ংকর!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
অপির জন্য আফজাল যেখানে ভয়ংকর! নাটকের দৃশ্যে অপি করিম ও আফজাল হোসেন

রন্টুর (নেয়ামুল) বৌ সেজুতি (অপি করিম)। তাকে মেরে ফেলতে চাই একজন আগন্তুক (আফজাল হোসেন)।

সেজুতিকে মারার জন্য বাসায় আসেন সেই আগন্তুক। ঘটতে থাকে নানা ঘটনা। অপি করিম ও আফজাল হোসেনকে ঘিরে তৈরী হয়েছে এমনই গল্পের এক নাটক। এ নাটকে অভিনয়ের পাশাপাশি ‍পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নাম ঠিক না হওয়া এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার।  

 

নাটকটি নিয়ে নেয়ামুল বাংলানিউজকে বলেন, ‘আফজাল ভাইকে আগন্তুক এক চরিত্রে দেখা যাবে এ নাটকে। যেখানে দেখা যাবে, অপিকে মেরে ফেলতে চান তিনি। এদিকে আমি অপির স্বামীর চরিত্রে অভিনয় করেছি। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। ’

 

এবারের ঈদে যে কোনো চ্যানেলে প্রচার হবে এ নাটকটি। গত ঈদেও নেয়ামুল পরিচালিত ‘মধ্য রাতের গল্প’ নাটকে অভিনয় করেন করেন আফজাল হোসেন ও অপি করিম।

 

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ৬ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।