ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হত্যা মামলায় ৫ বছরের জেল

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সালমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সালমান সালমান খান

গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার দায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। তবে আগামী ৮ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।

জামিনের জন্য বোম্বে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। আদালত দুই দিনের জন্য তার জামিন মঞ্জুর করেছেন। ৪৯ বছর বয়সী এই তারকার পক্ষে জামিন প্রক্রিয়ায় ছিলেন আইনজীবী হারিষ সালভে।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় মৃত্যু হয় এক পথচারীর। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। এর দায়ে আজ বুধবার (৬ মে) সকাল ১১টা ১১ মিনিটে মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে। এরপর দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

** সালমান খানের ৫ বছর জেল
** হত্যা মামলায় সালমান খান দোষী সাব্যস্ত
** মিথ্যা সাক্ষী দেওয়ায় বিপাকে সালমানের ড্রাইভার 
** আদালতে হাজির সালমান
** আদালতের উদ্দেশ্যে বেরোলেন সালমান
** সালমানের বাড়িতে শাহরুখ

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, মে ৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।