ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কানে ক্যামেরা দ’র বিভাগের জুরি সাবিন অ্যাজেমা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
কানে ক্যামেরা দ’র বিভাগের জুরি সাবিন অ্যাজেমা সাবিন অ্যাজেমা

কান চলচ্চিত্র উৎসবে নির্মাতাদের ছবির বিভাগকে বলা হয় ক্যামেরা দ’র। এবার এর জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেত্রী সাবিন অ্যাজেমা।

তার নেতৃত্বে নির্বাচিত হবে সেরা নবাগত নির্মাতার ছবি।  

 

১৯৭৮ সাল থেকে চালু হয় ক্যামেরা দ’র বিভাগ। কানের প্রতিযোগিতা ও আনসার্টেন রিগার্ড এবং প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত ছবিগুলোর মধ্য থেকে সেরা নির্মাতা নির্বাচন করা হয়ে থাকে এতে। জিম জারমুশ, মিরা নায়ার, নাওমি কাওয়াসে, বাহমান গোবাদি ও স্টিভ ম্যাককুইন অতীতে এই পুরস্কার পেয়েছেন। গতবার সম্মানটি পায় ফরাসি ছবি ‘পার্টি গার্ল’।  

 

কান উৎসবের ৬৮তম আসর শুরু হবে আগামী ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। ওইদিন ক্যামেরা দ’র বিভাগের সেরা ছবির নাম ঘোষণা করা হবে।  

 

বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।