ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তাদের কণ্ঠে মায়ের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ৭, ২০১৫
তাদের কণ্ঠে মায়ের গান (বাঁ থেকে) সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, নির্ঝর ও ন্যানসি

আগামী ১০ মে আন্তর্জাতিক মা দিবস। এ উপলক্ষে শুধু মাকে নিয়ে গানের পূর্ণাঙ্গ অডিও অ্যালবাম তৈরি হলো।

নাম ‘আগলে রেখো মাকে’। এতে গেয়েছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, ন্যানসি, সাজেদ ফাতেমী, সুমন কল্যাণ, নির্ঝর, কোনাল ও মাহমুদ আকাশ।  

 

অ্যালবামে গান রয়েছে মোট আটটি। সবটার সুর করেছেন সাজেদ ফাতেমী। আগামী ৯ মে সন্ধ্যা ৬টায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।  

 

‘আগলে রেখো মাকে’ বাজারজাত করছে লেজার ভিশন।  

 

বাংলাদেশ সময় : ১৭১১ ঘণ্টা, মে ৭, ২০১৫

জেএইচ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।