ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৫
জেনে নিন কোথায় কী রেজওয়ানা চৌধুরী বন্যা

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ৮ মে রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
জাতীয় জাদুঘর, ঢাকা : রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্রসংগীতের আসর সন্ধ্যা ৭টায়।

সবার জন্য উন্মুক্ত।
শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ:
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত ২৬তম রবীন্দ্রসংগীত উৎসব চলবে ৯ মে পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত।
ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি : দুই দিনের রবীন্দ্র উৎসবের উদ্বোধন সন্ধ্যা ৬টায়। থাকছে আলোচনা, আবৃত্তি এবং সুরের ধারার পরিবেশনা।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান : নির্ঝর চৌধুরীর একক সংগীতানুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য ‘শ্যামা’ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
* পরীক্ষণ থিয়েটার হল : স্বরবীথির প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। নির্দেশনায় শওকত হাসান।
* স্টুডিও থিয়েটার হল : স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ সন্ধ্যা ৭টায়। নির্দেশনায় জাহিদ রিপন।

টেলিভিশন

চ্যানেল আই :
তারকার সঙ্গে আড্ডার অনুষ্ঠান ‘সাময়িকী’ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অতিথি শাকিলা জাফর, উপস্থাপনায় আবদুর রহমান।


আরটিভি :
তানিয়া আহমেদের উপস্থাপনায় ‘আমি আর মা’ রাত ১১টা ২০ মিনিটে। অতিথি অভিনেত্রী তানজিকা ও তার মা।
জিটিভি : বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট সকাল ১০টা থেকে সরাসরি।

চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স
* অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন থ্রিডি (সকাল ১০টা ৫০, সকাল ১০টা ৫৫, দুপুর ১টা ৩৫, দুপুর ১টা ৪০, বিকেল ৪টা ১৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা, সন্ধ্যা ৭টা ১৫)।
* ফিউরিয়াস সেভেন থ্রিডি (সকাল ১১টা, দুপুর ১টা ৪০, বিকেল ৪টা ২৫, সন্ধ্যা ৭টা ১৫)।


* সুতপার ঠিকানা (সকাল ১১টা ১৫, বিকেল ৪টা ৪৫)।
* সিন্ডারেলা (দুপুর ২টা, সন্ধ্যা সাড়ে ৭টা)।

ব্লকবাস্টার সিনেমাস
* অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন থ্রিডি (দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৫টা, সন্ধ্যা সাড়ে ৬টা, রাত ৮টা)।
* সুতপার ঠিকানা (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* ইনসার্জেন্ট থ্রিডি (দুপুর ২টা ৩০, বিকেল ৫টা ৫০, রাত ৮টা ২০)।
* ফিউরিয়াস সেভেন থ্রিডি (দুপুর ১২টা, বিকেল সাড়ে ৩টা)।
* দ্য ল্যাজারাস ইফেক্ট (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ২০)।

প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী ‘নোটেশন: রিকনস্ট্রাক্টেড’ চলবে ২৬ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি : শিল্পী দিলরুবা লতিফ রোজীর ‘পেইন্টেড লাভ’ শীর্ষক তৃতীয় একক জলরং চিত্র প্রদর্শনী চলবে ১২ মে পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা।
শিল্পাঙ্গন, ধান​মন্ডি : শিল্পী এএইচ ঢালী তমালের একক চিত্র প্রদর্শনী ‘গ্রাজিং গ্রাউন্ড’ চলবে ১৪ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
ইএমকে সেন্টার, ধানমণ্ডি : পীযূষ কান্তি সরকারের একক চিত্রপ্রদর্শনী ‘ইনার ওয়ার্ড’ চলবে ৯ মে পর্যন্ত।
কলাকেন্দ্র, ইকবাল রোড, মোহাম্মদপুর : শিল্পী রিপন সাহার একক চিত্রপ্রদর্শনী ‘সেলিব্রেটিং ভায়োলেন্স: অ্যা ক্যালকুলেটেড গেম’ চলবে ২৩ মে পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, মে ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।