ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বছর পেরিয়ে আবার জন-মিথিলা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ৮, ২০১৫
বছর পেরিয়ে আবার জন-মিথিলা ‘ক্রাই বেবি ক্রাই’ নাটকে জন ও মিথিলা

জন ও মিখিলা গত বছর ঈদে ‘অ্যাঙ্গার স্টোরি’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেন মাবরুর রশীহ বান্নাহ।

তারই রচনা ও  পরিচালনায় বছরে পেরিয়ে আবার একসঙ্গে কাজ করলেন জন-মিথিলা। নতুন নাটকটির নাম ‘ক্রাই বেবি ক্রাই’।

বান্নাহ বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে জনের চরিত্রের নাম মাশরুর। অনেক আবেগপ্রবণ ছেলে সে। তার ভালো বন্ধু ঈশিকা। এ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। এর বেশি কিছু এখন বলতে চাই না। ’

এ নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেছেন ঈশিকা খান। ইউসিএফের ব্যানারে নির্মিত ‘ক্রাই বেবি ক্রাই’ আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ৮মে, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।