ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে সজল-মেহজাবিনের ‘বৈরি হাওয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ৯, ২০১৫
ঈদে সজল-মেহজাবিনের ‘বৈরি হাওয়া’ মেহজাবিন ও সজল

সজল ও মেহজাবিন এ পর্যন্ত বেশকিছু নাটকে একসাথে কাজ করেছেন। এবারের ঈদেও থাকছে তাদের একটি খন্ড নাটক।

নাম ‘বৈরি হাওয়া’। মুনসুর রহমান চঞ্চলের রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন।  

 

সম্প্রতি পুবাইলের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন মুনিরা মিঠু, শফিক খান দিলু, জিদান প্রমুখ।  

 

নাটকটি নিয়ে সজল বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম চপল। বাবা-মা দেশের বাইরে পাঠাতে চাইলেও আমি যায় না। গ্রামের মানুষদের উন্নতির কথা সবসময় ভাবতে থাকি। গিটারও বাজাতে হয়েছে এ নাটকে। আর মেহজাবিন ভালো কাজ করে সবসময়। আশা করছি, সবার পছন্দ হবে এটি। ’

 

নির্মাতা জানান, সম্পাদনার কাজ শেষে খুব শিগগিরই চ্যানেলে এটি জমা দেওয়া হবে। আর আসছে ঈদেই যে কোনো চ্যানেলে প্রচার হবে ‘বৈরি হাওয়া’।  

 

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৯মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।