ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম একক নিয়ে আশাবাদী আনিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ৯, ২০১৫
প্রথম একক নিয়ে আশাবাদী আনিকা আনিকা

সম্প্রতি সিডি চয়েজ থেকে বাজারে এসেছে নবীন কণ্ঠশিল্পী আনিকার একক অ্যালবাম ‘আনিকা ইবনাত’। ৮ মে রাজধানীর একটি রেস্তোঁরায় এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অ্যালবামে মোট গান রয়েছে ৮টি। এরমধ্যে পাঁচটি দ্বৈত গানে আনিকার সঙ্গে কন্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান, কাজী শুভ ও অয়ন চাকলাদার।  

 

অ্যালবামে গানগুলোর সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি, ইমরান, জুয়েল মোর্শেদ, রাফি ও ‍অয়ন। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আনিকা বাংলানিউজকে বলেন, ‘খুব যত্ন করে নিজের প্রথম একক অ্যালবামের কাজ করেছি। এছাড়া সেলফি নিয়েও একটি গান রয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রথম একক নিয়ে বেশ আশাবাদী আমি। ’


আনিকা তার প্রথম একক থেকে অনুরূপ আইচের লেখা ‘চোখের সুরমা’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগিরই শ্রোতাদের সামনে এ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৯মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।