ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আরিফের প্রথম একক ‘তুমি নেই বলে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৫
আরিফের প্রথম একক ‘তুমি নেই বলে’ আরিফ আহমেদ ও ফেরদৌস

তরুণ সংগীতশিল্পী আরিফ আহমেদ অনেকদিন ধরেই গান করে আসছেন। এবার তিনি শ্রোতাদের নিকট তার প্রথম একক ‘তুমি নেই বলে’ অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোঁরায় তার অ্যালবামের মোড়ক উন্মোচন করেন চিত্রনায়ক ফেরদৌস।  


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী লাবু রহমান, জয় শাহরিয়ার, লুইপা এবং ড. আনিস মালেক। অ্যালবামটি প্রকাশ করেছেন আজব রেকর্ডস। এ অ্যালবামে মোট গান রয়েছে ৯টি। গানগুলোর শিরোনাম ‘তুমি নেই বলে’, ‘খুজেছি তোমায়’, ‘জাগো বাঙালি’, ‘সারাটি জনম ধরে’, ‘কত দিন তোমায় দেখিনি’, ‘একি মায়ায়’, ‘ইচ্ছেরা সব’ ও ‘সেই যে তুমি’। এরমধ্যে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন লুইপা, অরিন ও সোহাগ।

নিজের নতুন অ্যালবাম নিয়ে আরিফ বাংলানিউজকে বলেন, ‘গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সোহাগ। গানগুলোতে কন্ঠ দেবার পাশাপাশি এ অ্যালবামে গানের রচনা ও সুর করেছি আমি। সোহাগও কয়েকটি গানে কন্ঠ ও সুর করেছে । আর বেশকিছু গানের মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশা করছি, শ্রোতাদের গানগুলো পছন্দ হবে। ’

 

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৯ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।