ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কাজে ফিরলেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ৯, ২০১৫
কাজে ফিরলেন সালমান খান সালমান খান

স্বস্তি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। বিপদ পুরোপুরি না কাটলেও কিছুটা তো কেটেছে।

তাই এখন অনেকটা চিন্তামুক্ত হয়ে আবার কাজে ফিরছেন তিনি। ৯মে (শনিবার) থেকেই শুটিং-এ যোগ দিয়েছেন এ তারকা। কাশ্মীরে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিং  চলছে। ভারতের মধ্যে তাকে অবাধে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে। তাই শনিবার থেকেই কাশ্মীরে শুটিং শুরু করলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।  

 

গত বুধবার নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে যে রায় দেন, উচ্চ আদালত তা স্থগিত করেন গতকাল শুক্রবার। একইসঙ্গে সালমানের আপিল মামলার পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত।

 

এর পরই গতকাল শুক্রবার বিকেলে সালমান আত্মসমর্পণ করেন এবং ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান। জামিন শেষে বাড়ি ফিরে যান তিনি।

 

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৬, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।