ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার ভক্ত আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ৯, ২০১৫
প্রিয়াঙ্কার ভক্ত আমির খান আমির খান ও প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয়ের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি ছবির গানেও অভিষেক হয়েছে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর।

জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ ছবিতে প্রথমবার হিন্দি গান গেয়েছেন তিনি।  

 

আর সেই কাজের প্রশংসা করলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এখানেই শেষ নয় প্রাক্তন এই সুন্দরীর ফ্যান ক্লাবেও যোগ দিয়েছেন তিনি।  

 

প্রিয়াঙ্কার প্রশংসা করে ৫০ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, ‘দিল ধাড়কানে দো’ ছবিতে প্রিয়াঙ্কা খুব ভালো কাজ করেছেন এবং যা প্রশংশনীয়।  

 

‘দিল ধাড়কানে দো’ ছবি মুক্তি পাবে আগামী ৫ জুন। অন্যদিকে আমির খান এখন তার নতুন ছবি ‘দঙ্গল’-এর প্রস্তুতি নিচ্ছেন।

 

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ৯, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।