ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিন প্রেমিকা নিয়ে দৌড়ের ওপর নিশো!

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
তিন প্রেমিকা নিয়ে দৌড়ের ওপর নিশো! ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক প্রেমিকা নিয়ে অনেকে হিমশিম খেলেও অভিনেতা আরফান নিশোর জীবনে আসে তিন প্রেমিকা। তারা হলেন টয়া, পিয়া বিপাশা ও তানজিন তিশা।

তবে এ ঘটনাটা বাস্তবে দেখা কাহিনী না। দেখা যাবে একটি টেলিছবির গল্পে। সোমেশ্বর অলির রচনায় এ টেলিছবির নাম ‘পেন্ডুলাভ’। এটি পরিচালনা করেছেন মাহবুব নীল।

৯ মে উত্তরার বিভিন্ন জায়গায় এর ‍দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও মুনিরা মিঠু। এ নাটকটি নিয়ে পরিচালক নীল বাংলানিউজকে বলেন, ‘এ নাটকের গল্পটা বেশ মজার। দর্শকরা এটি উপভোগ করবে বলে বিশ্বাস করি। নিশো একসাথে অনেকগুলো প্রেম করে। সেটারও একটা কারণ তুলে ধরা হবে এখানে। ’

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘পেন্ডলাভ’।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১০ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।