ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২০১৬-তে রণবীর-ক্যাটরিনার বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
২০১৬-তে রণবীর-ক্যাটরিনার বিয়ে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন রণবীর কাপুর। মিডিয়ায় বলিউডের যে সম্পর্কটা নিয়ে সবচেয়ে বেশী জল্পনা-কল্পনা হয়েছে সেই সম্পর্কের সত্যতা অবশেষে স্বীকার করে নিলেন তিনি।



প্রথমবার মিডিয়ার সামনে বলিউডের এই অভিনেতা খোলাখুলি জানিয়ে দিলেন ক্যাটরিনাকেই বিয়ে করছেন তিনি। তবে এ বছর নয়।

এবছরে দু’জনই খুব ব্যস্ত বলে বিয়েটা আগামী বছর সেরে নেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী বছর শেষের দিকে ক্যাটকে বিয়ে করছেন বলে জানালেন ৩২ বছর বয়সী এ অভিনেতা।  

বিয়ে সম্পর্কে রণবীর আরও জানান, “আমি আর ক্যাটরিনা দুজনেই আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। আমার বয়স এখন ৩২, এখন আমার পরিবার গড়ার বয়স হয়েছে। ক্যাটরিনাও আমার মতোই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। কথাটা আগে জানিয়ে দিলাম কারণ সেটা না করলে সম্পর্কটাকে অসম্মান করা হবে। ”

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং চলাকালীন দু’জনে কাছাকাছি আসেন।

রণবীর এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘জাগ্গা জাসুস’ এর কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা। ছবিটি মুক্তি পাবে তাদের বিয়ের বছরেই।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
বিএসকে/একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।