ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ছেলেদের জন্য শাহরুখের বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১১, ২০১৫
ছেলেদের জন্য শাহরুখের বার্তা আরিয়ান খান, শাহরুখ খান ও আবরাম খান

মা দিবসের আগে মা নয়, বাবাকেই মনে পড়ে গেল শাহরুখ খানের! রুপালি পর্দায় অনেক গল্প শুনিয়েছেন তিনি। কিন্তু তার নিজের জীবনের গল্পটা রুপালি পর্দার মতোই।

মাত্র ১৫ বছর বয়সে  বাবাকে হারিয়েছেন তিনি। ১৯৯১ সালে মাকেও হারান বলিউডের এই কিং খান। মায়ের শূন্যতা তো অনুভব করেনই, তবে বাবাকেই যেন বেশি করেন।

 

এক মেয়ে আর দুই ছেলের বাবা শাহরুখ মা দিবসের আগে টুইটারে লিখেছেন, ‘আমি হয়তো হতে পারিনি...তবে আশা করি আমি আমার সন্তানদের আমার বাবার মতো করে মানুষ করব। আমি তাকে খুব মিস করি...এমনকি মা দিবসের আগের দিনও মিস করেছি।

 

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১১, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।