ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সালমা হায়েকের বোমা!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
সালমা হায়েকের বোমা!

 

কান (ফ্রান্স) থেকে: কান উৎসবের গত আসরে অপহৃত মেয়েদের বাঁচানোর আহ্বান জানিয়ে হাতে প্ল্যাকার্ড রেখেছিলেন, এবার নারীর সমধিকার নিয়ে সোচ্চার হলেন সালমা হায়েক। আর তা করতে গিয়ে রীতিমতো বোমাই ফাটালেন তিনি!

উত্‍সবের ৬৮তম আসরে মেক্সিকান এই অভিনেত্রী মন্তব্য করেন, পর্নো ছবি ছাড়া বিশ্বের কোনো ছবিতেই নারীদের বেশি গুরুত্ব দেওয়া হয় না! পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিয়ে কান ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।



ভ্যারাইটি ম্যাগাজিন আয়োজিত এই আলোচনা সভায় সালমা বলেন, 'একমাত্র পর্নো ছবিতেই নারীকে পুরুষের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়। এটা অত্যন্ত হাস্যকর। ' সেলুলয়েডে মেয়েদের সমান অধিকারের দাবিতে তিনি আরও বলেন,  'মেয়েদের বুদ্ধিমত্তাকে বরাবরই খাটো করে দেখা হয় চলচ্চিত্র জগতে। '

প্রতি বছরের মতো এবারও কান উত্‍সবের লালগালিচায় পা মাড়িয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা। তবে সৌন্দর্যের চেয়ে মেধায় আস্থা রাখার জন্য মেয়েদের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। নিজের অভিনয় জীবনের উদাহরণ টেনে ৪৮ বছর বয়সী এই তারকার ভাষ্য, 'রুপালি পর্দায় নারীর অভিনয় দক্ষতার প্রতি মোটেই সুবিচার করা হয় না। নারীদের রুচি সম্পর্কে চলচ্চিত্র দুনিয়ায় ভুল ধারণা রয়েছে। এসবের সমাধান হওয়া জরুরি। '

এবারের কান উত্‍সবে সালমা অভিনীত মাত্তিও গ্যারোনের 'দ্য টেল অব টেলস' প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে। উদ্বোধনী দিনেই দেখানো হয়েছে এটি।

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ১৩৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জেএইচ

** তিন বিখ্যাত মানুষের মিল!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।