ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২৯ মে মুক্তি পাচ্ছে শাকিব, অপু ও অহনার ‘দুই পৃথিবী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৫
২৯ মে মুক্তি পাচ্ছে শাকিব, অপু ও অহনার ‘দুই পৃথিবী’ শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা

আগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে সফল চলচ্চিত্র পরিচালক এফআই মানিক পরিচালিত বিগবাজেটের ছবি ‘দুইপৃথিবী’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব, অপুবিশ্বাস ও অহনা।

সম্প্রতি ছবিটির শুটিং শেষে সেন্সরে জমা দেয়া হয়েছে।

এই সম্পর্কে পরিচালক এফআইমানিক বলেন, ‘কিছুদিন আগে ‘দুইপৃথিবী’ ছবির কাজ শেষ করলাম। আজকালের মধ্যে আমরা সেন্সরের ছাড়পত্র হাতে পাবো। ২৯ তারিখ আশা করছি শতাধিক হলে মুক্তি দেবো’।

চলতি বছরে শাকিব-অপু জুটির প্রথম ছবি এটি। এছাড়া শাকিব খানের এই বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হবে এটি। তাই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারকাবহুল এই ছবিটি বিগ বাজেট নিয়ে নির্মিত হয়েছে।

সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুলহায়াত, কাজীহায়াৎ, আলীরাজ, দিতি, ডলিজহুর, রাশেদাচৌধুরী, মিজুআহমেদ, সাদেকবাচ্চু, মিশাসওদাগর, শিবাশানু, ইলিয়াস কোবরা প্রমুখ। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।