ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা বিয়ে করবেননা কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১১, ২০১৫
অভিনেতা বিয়ে করবেননা কঙ্গনা কঙ্গনা রানৌত

জাতীয় পুরস্কার পেয়ে এখন আনন্দে মেতে আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। আট বছরের ক্যারিয়ারের মধ্যে দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

 

 

আর সেই পুরস্কার পাওয়ার পরে তিনি জানান, ‘আমি অনেক আনন্দিত। আর এটা সম্ভব হয়েছে একমাত্র ‘কুইন’ ছবির জন্য। সেই ছবিতে অনেক তারকা নেই কিন্তু তারপরও সবাই ছবিটি পছন্দ করেছেন। আর বলিউডে চলা অনেকটা রোলার কোস্টারে রাইড করার মতো। ’ 

 

সম্প্রতি এক প্রতিবেদনে দেওয়া তাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে আপনার কি চিন্তা? উত্তরে তিনি জানান, ‘আমাকে এখন ছবি এবং আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে হবে। ’ 

 

ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘ইন্ডাস্ট্রিতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্ট। আর আপনি যদি কোনো অভিনেতাকে বিয়ে করেন এবং তাতে আপনার ক্যারিয়ারে কোনও ক্ষতি হয় তাহলে অনেকে অনেক কথা বলবে। আর এক সময় তা ভেঙে যাবে। ইন্ডাস্ট্রিতে অনেক সফল ব্যক্তি থাকে যা মানুষকে বেশি আকৃষ্ট করে এবং এই জিনিসগুলো এক সময় খুব খারাপ রূপ ধারণ করে। তাই আমার দ্বারা বলিউডের কোনো অভিনেতাকে বিযে করা একেবারেই অসম্ভব। ’

 

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১১, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।