ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিন গান নিয়ে আরফিন রুমির ভিডিও অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
তিন গান নিয়ে আরফিন রুমির ভিডিও অ্যালবাম আরফিন রুমির/ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক আরফিন রুমির তিনটি গান দিয়ে সাজানো হচ্ছে একটি অ্যালবাম। সংগীতার ব্যানারে প্রকাশিত হচ্ছে এই ভিডিও অ্যালবাম।

অ্যালবামের নাম ‘কিছু কথা আকাশে পাঠাও’। গানটি লিখেছেন জাহিদ আকবর। বাকি দুটি গানের শিরোনাম ‘নিয়ে চলো’ এবং ‘পরাণ কান্দে’।

অ্যালবাম প্রসঙ্গে রুমি বাংলানিউজকে বলেন, ‘এই তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গানগুলোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন মিউজিক ভিডিও শ্রোতাদের কাছে গান পৌঁছানোর একটি মাধ্যম। ভিডিও অ্যালবাম প্রকাশের পরপরই অডিও অ্যালবামটি প্রকাশ করতে চাই। ’

‘নিয়ে চলো’ গানটি লিখেছেন আরফিন রুমি নিজেই এবং ‘পরাণ কান্দে’ গানটি লিখেছেন রহম চাঁন। তবে এই গানটির সঙ্গে নতুন কিছু কথা সংযোজন করেছেন আরফিন রুমির মা নাসিমা আক্তার। সবগুলো গানের সংগীতপরিচালনা করেছেন আরফিন রুমি নিজেই।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১১ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।