ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১৫ মে থেকে ঘাসফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
১৫ মে থেকে ঘাসফুল

১১ মে যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাসে হয়ে গেল ‘ঘাসফুল’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। এ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এ চলচ্চিত্রের পরিচালক আকরাম খান, যমুনা গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আলমগীর, অভিনেতা আজাদ আবুল কালাম, নির্মাতা অমিতাভ রেজাসহ আরো অনেকে।



এ চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজী আসিফ, সায়লা সাবি, তানিয়া বৃষ্টি, লায়লা আজাদ নুপুর, মানস বন্দোপাধ্যায় প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন সানী জুবায়ের, সম্পাদনায় সামির আহমেদ ও চিত্রগহণে সৈয়দ কাশেফ শাহবাজি।

প্রদর্শনীর দিনে আকরাম খান ও মোহাম্মদ আলমগীরের হাতে এ চলচ্চিত্রের পোস্টার তুলে দেন ফরিদুর রেজা সাগর। লাল ফিতা কেটে প্রিমিয়ার শোর উদ্বোধন করেন আকরাম খানের মা শরফুন্নেসা খান। জীবনে প্রথম চলচ্চিত্র নির্মাণ করে আকরাম খান ছিলেন রোমাঞ্চিত। আকরামই একে একে ছবির কলাকুশলীদের ডেকে নেন কাছে। তিনি বলেন, ‘ আমার প্রথম চলচ্চিত্র এটি। সকলে দেখে এটা নিয়ে ভালো মন্দ বলুক এটাই চাওয়া। ’

১৫ মে থেকে ঘাসফুল চলবে যমুনা ব্লক বাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা সিনেওয়ার্ল্ড, পূরবী (ময়মনসিংহ)সহ দেশের বিভিন্ন জেলার আরও বেশ কিছু সিনেমা হলে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ১২ মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।