ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার নাম ব্যবহার করায় ২০ কোটি টাকা জরিমানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
কারিনার নাম ব্যবহার করায় ২০ কোটি টাকা জরিমানা কারিনা কাপুর খান

ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর এই ব্যস্ততার মাঝেই এক সমস্যায় পড়তে হয়েছে তাকে।

 

 

সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, কারিনার অনুমতি না নিয়েই এক ওষুধ কোম্পানি ওজন কমানোর ওষুধের ভিডিও বিজ্ঞাপনে কারিনার নাম ব্যবহার করেছে। আর এতে বেজায় চটেছেন বলিউডের এ অভিনেত্রী।  

 

ওই ভিডিওতে আরও দেখানো হয়েছে কারিনা কাপুর তাদের ওই ওষুধ ব্যবহার করে ১৩ কেজি ওজন কমিয়েছেন। আর এই বিষটি মোটেও ভালো লাগেনি ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর এবং তিনি এও জানান ওই কোম্পানির সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন না।

 

অন্যদিকে কারিনার দলের সদস্যরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কারিনার অনুমতি না নিয়ে তার নাম ব্যবহার করায় ওই কোম্পানিকে ২০ কোটি রুপি জরিমানা করেছে আদালত।

 

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৫

বিএসকে/একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।