ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ইলিয়াসের ‘না বলা কথা-৩’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১২, ২০১৫
ঈদে ইলিয়াসের ‘না বলা কথা-৩’ ইলিয়াস

কণ্ঠশিল্পী ইলিয়াসের ‘না বলা কথা’ শিরোনামের গানটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। অয়ন চাকলাদারের সুর এবং সংগীতে ২০১২ সালে প্রকাশিত হয় এ অ্যালবামটি।

এরপর ২০১৩ সালে প্রকাশ করেন ‘না বলা কথা-২’। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেন ইমরান। এই গানটিও শ্রোতাপ্রিয়তা পায়।

দুটি গানেই ইলিয়াসের সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন অরিন। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন একক অ্যালবাম ‘না বলা কথা-৩’। এবার গানটির সুর এবং সংগীত পরিচালনা করবেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন জাহিদ আকবর।

এ প্রসঙ্গে ইলিয়াস বাংলানিউজকে বলেন, ‘না বলা কথা গানটি আমার ক্যারিয়ার শুরু। এই গানটিই মানুষের কাছে আমাকে পরিচিত করেছে। আগের দুটি ভার্সন যেহেতু শ্রোতারা গ্রহণ করেছে তাই ‘না বলা কথা-৩’ গানটি করার সিদ্ধান্ত নিয়েছি।

আসছে রোজার ঈদে নিজের তৃতীয় একক প্রকাশের ইচ্ছে আছে। এতে গান থাকবে মোট ১০টি। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ১২মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।