ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নোবেল মামা আর ফাহাদ ভাগ্নে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ১২, ২০১৫
নোবেল মামা আর ফাহাদ ভাগ্নে নোবেল ও ফাহাদ খান

মামা ও ভাগ্নের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে জনপ্রিয় মডেল নোবেল ও ফাহাদ খানকে। বিজ্ঞাপনটি সেলফোন অপারেটর রবির।

নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর শুটিং হয়েছে সম্প্রতি ঢাবি সুইমিংপুলে এবং গাজীপুরের জমিদার বাড়ীতে।  

 

‘ডিজিটাল মামা’ ন‍ামের ৪০ সেকেন্ডের এ বিজ্ঞাপনচিত্রটি দর্শকরা দারুণ উপভোগ করেছেন। এ ফোন কোম্পানিতেই সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টম্যান্টে হেড অব এন্টারপ্রাইজ বিজনেস পদে কর্মরত আছেন নোবেল। নিজের কর্মরত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে যখন মার্কেটিংয়ে সবাই আমাকেই মডেল হিসেবে কাজ করতে উৎসাহ দেন, তখন ভাবলাম আদৌ করা ঠিক হবে কি না। পরে যখন ভেবে দেখলাম যেহেতু আমি এখানে চাকরি করছি, তাই আমারই উচিত প্যাকেজগুলো সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো। এরপর সম্মতি জানাই। ফারুকীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ’

 

অন্যদিকে ফাহাদ খান বলেন, ‘নোবেল ভাইয়ের সাথে কাজ করা সত্যি আনন্দের। বিজ্ঞাপনে তার ভাগ্নে হিসেবে কাজ করার পর বেশ সাড়া পাচ্ছি। ‘

 

বিজ্ঞাপনটির ভিডিও লিংক :

 

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১২ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।