ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সিয়াটলে বাংলাদেশী শিল্পী নীলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ১৩, ২০১৫
সিয়াটলে বাংলাদেশী শিল্পী নীলা অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পী নীলা

ডি রকস্টার প্রতিযোগিতা থেকে আসা শিল্পী পলাশের ফিচারিং-এ ২২ জানুয়ারি প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী নীলা। অ্যালবামের নাম ‘নীলার গান’।

এরপর তিনি আমেরিকার সিয়াটল নগরে চলে যান। তবে এখনও তিনি সংগীত চর্চা অব্যাহত রেখেছেন। মে মাসে সেখানে প্রথমবারের মত পালন করা হয় পহেলা বৈশাখ অনুষ্ঠান।  

 

রকমারী জিনিসের মেলা, রং-বেরং এর মুখোশের সাথে বৈশাখী শোভাযাত্রা এবং ছোট-বড়দের সংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বৈশাখী উৎসব প্রাঙ্গন । সেখানে সকলকে গান গেয়ে শোনান এই শিল্পী।  

নীলা বাংলানিউজকে বলেন, ‘দেরীতে হলেও আমরা এই উৎসব প্রথমবার পালন করলাম। সিয়াটলে এটাই ছিল প্রথম বৈশাখী শোভাযাত্রা। এছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বটমূলে গানের আসর, বাংলা ব্যান্ডের গান, আবৃত্তি, ও বাংলার উৎসবের সাজের পরিবেশনা । সকলে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ’

 

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৩ মে, ২০১৫

এমেকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।