ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবারের মতো কানে আরাধ্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৫
প্রথমবারের মতো কানে আরাধ্য!

প্রথমবারের মতো বচ্চন পরিবারের ক্ষুদে ‘সেলিব্রেটি’ আরাধ্য গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। যাওয়ার আগে দাদুর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গেল সেলিব্রেটি দম্পতির ঐশ্বরিয়ে-অভিষেকের একমাত্র কন্যা।

 

প্রতিবারের মতো এবারও কানে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ রেড কার্পেটে হাঁটার মতো এবার চলচ্চিত্র উৎসব তার কাছে স্পেশাল৷

 

বেশ কিছুদিন বিরতির পর তিনি ফিরছেন নতুন ছবি ‘জজবা’ নিয়ে৷ কানে ‘জজবা’র ফার্স্ট লুকও প্রকাশিত হবে বলে জানা গেছে৷ 

মেয়েকে নিয়ে কানে যাওয়ার আগে এয়ারপোর্টে তাদের তুলে দিতে আসেন ঐশ্বরিয়ার বাবা। ঠিক এয়ারপোর্টে ঢোকার মুখে নানার পা ছুঁয়ে প্রণাম করে তবেই রওনা দিল আরাধ্যা৷

 

কান উৎসবে ঐশ্বর্য রাই যাচ্ছেন এই নিয়ে ১৪ বার৷ এবার লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি পা রাখছেন৷ লরিয়েলের অ্যাম্বাসেডর হিসেবে কানে গেছেন ক্যাটরিনা কাইফও৷ ঐশ্বরিয়ার সঙ্গে মেয়ে আরাধ্যা ছাড়াও তার মা বৃন্দা রয়েছেন৷ ‘জজবা’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্তাও গিয়েছেন কানে৷

 

সেলিব্রেটি বাড়ির কন্যা হওয়ার সুবাদে সেই ছোট্টবেলা থেকে আরাধ্যার বেড়ে ওঠার অনেক ঘটনারই সাক্ষী বিনোদনবিশ্ব।

 

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫

বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।