ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

৮ইঞ্চি হিল পরে কানে হাঁটলেন ক্যাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৫
৮ইঞ্চি হিল পরে কানে হাঁটলেন ক্যাট ক্যাটরিনা কাইফ

প্রথম দিন মার্কিন ডিজাইনার অস্কার ডে লা রেন্টা’র ডিজাইন করা কালো রঙের চমৎকার গাউনে ক্যাটরিনা কাইফকে দেখে মুগ্ধ হন সবাই। উৎসবের দ্বিতীয় দিন এলি সাব ব্র্যান্ডের চোখ ধাঁধানো লাল গাউন পরে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি যে হিল পরে হেঁটেছেন তার উচ্চতা আট ইঞ্চি।  

 

৬৮তম কান চলচ্চিত্র উৎসবরে পর্দা উঠেছে গত বুধবার। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।  

 

কানে যাওয়ার আগে নিজের টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। আর সেখানেই তিনি কান উৎসবের তোলা নানা রকম ছবি শেয়ার দেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৫

বিএসকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।