ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আইফেল টাওয়ারে কিমের বিবাহবার্ষিকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আইফেল টাওয়ারে কিমের বিবাহবার্ষিকী কিম কারদাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট

দেখতে দেখতে বিয়ের এক বছর সময় কাটাতে চললেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তার স্বামী কানইয়ে ওয়েস্ট। তারকা মহলে যেখানে বিবাহ বিচ্ছেদের এতো রমরমা, সেখানে কিম -কানইয়ের মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবর বটে।

আগামী ২৪ মে তারা এই বিশেষ দিনটি প্যারিসে উদযাপন করবেন বলে জানা যায়।  

 

কিম এই ‘সাফল্য’ পেয়ে বেশ খুশি। তাই তিনি জানিয়েছেন, বেশ জাঁকজমক করেই তাদের বিবাহবার্ষিকী পালন করবেন।  

 

৩৪ বছর বয়সী এই মার্কিন টিভি তারকা আরো জানান, আগামী ২৪ তারিখ  তাদের বিয়ের দিন তারা হাজির হচ্ছেন প্যারিসে। আইফেল টাওয়ারে ৫৮তলার রেস্তোঁরায় উদযাপিত হবে কিম কারদাশিয়ানের মেগা ইভেন্ট।  

 

গত বছর এই দিনটিতে ইতালিতে মহা-ধূমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান। তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড় অংশ। জানা গেছে, বিবাববার্ষিকীর পর দু’জনে হাজির হবেন এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে।

 

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।