ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অষ্ট্রেলিয়া ছাড়ছেন জনি ডেপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
অষ্ট্রেলিয়া ছাড়ছেন জনি ডেপ জনি ডেপ

হলিউড তারকা জনি ডেপ এখন ব্যস্ত সময় পার করছেন ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ ছবির পঞ্চম সিক্যুয়‍ালের শুটিং নিয়ে। কিন্তু এ ব্যস্ততার মধ্যে হঠাৎ করে অস্ট্রেলিয়া ছেড়ে চলে আসতে হলো এ তারকাকে।

৫১ বছর বয়সী এই অভিনেতার পোষা দুই কুকুর বাঁচাতেই তাকে এ কাজ করতে হয়েছে বলে জানা গেছে।

 

শুক্রবার রাতে জনি ডেপ এবং তার স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড একটি ব্যক্তিগত জেট বিমানে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা দেন।  

প্রসঙ্গত, অস্ট্রেলিয়াতে শুটিং করতে আসার সময় নিজের দুই পোষা কুকুর পিস্তল এবং পো কে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রী বার্ণাবি জয়েস ডেপকে তার কুকুর দুটিকে ৫০ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া থেকে সরিয়ে ফেলতে বলেছেন। সঙ্গে সতর্ক করেন, যদি ডেপ এমনটি না করেন তাহলে তার কুকুর দুটিকে মেরে ফেলা হবে।  

 

অস্ট্রেলিয়ার আইন ঠিকমতো না মানার কারণে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জয়েস দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সরকারও জনি ডেপের কুকুরদের তাদের দেশে অনুমোদন করবে না।

 

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা. মে ১৬, ২০১৫

বিএসকে/এমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।