ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আবারও গাইবেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আবারও গাইবেন সালমান খান সালমান খান

সালমান মানেই রেকর্ড ভাঙা বক্স অফিস। স্টাইল, অভিনয়, নাচে, গানে, অ্যাকশনে পুরো এন্টারটেইনমেন্ট প্যাকেজ।

তা সে চুলবুল পাণ্ডের ‘হুড় হুড় দাবাং’ স্টাইল হোক, আর ‘তেরিমেরি প্রেম কাহানি’র রোম‍ান্টিক ‘বডিগার্ড’ই হোক। সিনেপ্রমীরা জানেন সালমান ‘হ্যাঙ্গওভার’ কাটার নয়। হ্যাঁ! আবার চমক নিয়ে ফিরছেন এই তারকা।  

 

‘হ্যাঙ্গওভার’-এর পর এবার ‘হিরো’ ছবিতে গান গাইতে চলেছেন সল্লু মিঞা। তবে এবার একটি নয়, এই ছবিতে দু’দুটি গান গাইবেন তিনি।

 

এরমধ্যে একটি ‘মে হু হিরো তেরা’ লাভসং গানটি কম্পোজ করেছেন অমল মালিক। মালিক জানান, ‘এই গানটির সঙ্গে আমি কোনও ডান্স নম্বর চাইনি। এই গানটিতে বিশেষ করে সালমানের ভয়েজকে গুরুত্ব দেওয়া হয়েছে। ’ শোনা যাচ্ছে, অন্য গানটি কম্পোজ করেছেন হিমেশ রেশমিয়া।

 

নিখিল আদবানি পরিচালিত এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন আদিত্য পাঞ্চলির ছেলে সূরজ ও নায়িকা চরিত্রে থাকছেন সুনীল শেঠির মেয়ে আতিয়া। জুলাইয়ের ৩ তারিখে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, মে ১৬, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।