ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অরুণা বিশ্বাসের পরিচালনায় শায়লা সাবি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫
অরুণা বিশ্বাসের পরিচালনায় শায়লা সাবি শায়লা সাবি ও অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস আমাদের দেশের গুণী অভিনেত্রী। অভিনয়ের বাইরে তিনি পরিচালনাও করছেন।

১৬ মে থেকে তিনি একটি খন্ড নাটক পরিচালনা করছেন। নাম ‘পরী’। এই চরিত্রে অভিনয় করছেন সেরা নাচিয়ে বিজয়ী শায়লা সাবি।  

 

এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে ‍অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শ্যামল ম‍ওলা, সালাম ও রাসেল প্রমূখ। মানিকগঞ্জে বর্তমানে এর দৃশ্যায়নের কাজ চলছে।  

নাটকটি নিয়ে শায়লা সাবি বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার গ্রামের চরিত্র। নাম থাকছে পরী। অরুণাদিকে আমি মা ডাকি। আর তিনি আমাকে মেয়ের মত স্নেহ করেন। তার পরিচালনায় আগেও দুটি নাটকে কাজ করছি। ভালোই লাগছে। এখানে আমার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন নাটকটি। ’

 

খুব শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে নাটক ‘পরী’। এদিকে, আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পেয়েছে ১৫মে। এখানে গুরুত্বপূর্ণেএকটি চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাবি।  

 

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১৬ মে, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।