ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম

কান (ফ্রান্স) থেকে: সোনম কাপুর এমনিতেই কেতাদুরস্ত হিসেবে আলাদাভাবে পরিচিত, কান উৎসব এলে তার ফ্যাশন চর্চা আরও বেড়ে যায়। খুব দ্রুত নিজের সাজগোজ পাল্টে ফেলতে তার জুড়ি নেই।

মাত্র পাঁচ ঘণ্টায় তিনবার রূপ বদলেছেন ২৯ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রী। পোশাক থেকে শুরু করে মুখের সাজ- একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। মনে হচ্ছে কানের জন্য ক্লান্তি নেই তার!

লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে সমুদ্রতীরবর্তী শহর কানে এসেছেন সোনম। শনিবার প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাপ প্রকাশনার অনুষ্ঠানে তিনি পরে গেছেন রালফ অ্যান্ড রুশোর তৈরি নীল রঙা গাউন।

আগে আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা শাড়িতে তাকে দেখা গেছে সংবাদ সম্মেলনে। ১৬ মে দিনের শুরুটা করেছিলেন উলিয়ানা সারগিঙ্কোর পোশাক গায়ে জড়িয়ে।   অবশ্য লালগালিছায় পা রাখার আগে একটু সময় নিয়ে তৈরি হয়েছেন তিনি। তাকে সহযোগিতা করেছে ছয়-সাতজনের একটি দল।

একই দিন কানের লালগালিচায়ও হেঁটেছেন সোনম। এ নিয়ে পঞ্চমবারের মতো এখানে দেখা গেলো তাকে।

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ০৮৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
জেএইচ

** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।