ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফেরদৌসের সঙ্গে ঈশিকার চমক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ফেরদৌসের সঙ্গে ঈশিকার চমক শুটিং এর অবসরে (বাঁ থেকে) ঈশিকা খান ও ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ের পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তবে এবারই প্রথম মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের সঙ্গে একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন।

গাজীপুরের সোহাগপল্লীতে এর দৃশ্যধারনের কাজ চলছে। এটি নিদের্শনা দিচ্ছেন মাসুদ জাকারিয়া সাবিন।

বিশেষ একটি দৃশ্যের জন্য নাচতেও হয়েছে ঈশিকাকে। নাচের কোরিওগ্রাফি করেছেন রকি। আরো একদিনের কাজ বাঁকী রয়েছে তাদের।

এ প্রসঙ্গে ঈশিকা খান বাংলানিউজকে বলেন, ‘গত দুইদিন ধরে এ বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলাম। ফেরদৌস ভাইয়ের সাথে কাজ করে বেশ ভালো লাগলো। আর এখানে আমাকে ফেরদৌস ভাইয়ের সঙ্গে নাচতেও দেখবেন দর্শকরা। ছোটবেলা থেকেই নিয়মিত নাচ করা হতো, তাই কোনো সমস্যা হয়নি। কাজটা ঠিকভাবে করতে পেরেছি। আশা করছি, দর্শকদের জন্য এটা হবে একটা নতুন চমক। ’

খুব শিগগিরই সবগুলো চ্যানেলে প্রচার হবে ফেরদৌস ও ঈশিকার নতুন এই বিজ্ঞাপনচিত্র।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৭মে, ২০১৫
এমকে/












 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।