ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডাবিং শেষ করলেন নিরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ডাবিং শেষ করলেন নিরব নিরব ও তানহা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শেষ করার পর এবার ডাবিংও শেষ করলেন এ ছবির মুল অভিনেতা নিরব। ধলেশ্বরী চলচ্চিত্র প্রযোজিত ও রফিক শিকদার পরিচালিত এ ছবিতে নিরবের সহশিল্পী তানহা ও হিল্লোল।

শিগগিরই সেন্সরে জমা পড়বে ছবিটি।

এ প্রসঙ্গে নিরব বাংলানিউজকে বলেন, ‘আজই শেষ হলো এ ছবির ডাবিং। শিগগিরই সেন্সরে জমা হবে ছবিটি। রুদ্র চরিত্রে অভিনয় করেছি। রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনী (তানহা) হিন্দু ধর্মাবলম্বীর। হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যায়। ছবিটি সবার পছন্দ হবে বলে আশা করছি। ’

এ ছবিতে বেশকিছু গান রয়েছে বলে জানান পরিচালক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি, ইমরান, বেলাল খান ও কিশোর।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ১৭মে, ২০১৫
এমকে/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।