ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সোনম যখন নীল পরী!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
সোনম যখন নীল পরী!

কান (ফ্রান্স) থেকে: নীল গাউনে নীলাঞ্জনা হয়ে লালগালিচায় ধরা দিলেন সোনম কাপুর। তাকে দেখে লালে-নীলে মিলে তৈরি হয়েছিলো মোহ।

চোখ যেন আটকে গিয়েছিলো বলিউডের এই অভিনেত্রীর মিষ্টি সৌন্দর্যে। ১৬ মে পঞ্চমবারের মতো কান উৎসবের লালগালিচায় পা মাড়ালেন তিনি।

লালগালিচায় আসার আগে দিনভর নিজের সাজগোজ নিয়ে নিরীক্ষা করেছেন সোনম। যতোটা সম্ভব ঝলমলে দেখাতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। ফলও পেয়েছেন। নীল পোশাকে তার উপস্থিতি ছিলো চোখ ধাঁধানো! এটি ডিজাইন করেছে রালফ অ্যান্ড রুশো। কান ও গলায় পরেছিলেন চপার্ডের অলঙ্কার। পায়ে ছিলো গিসুপ্পে জানোত্তির উঁচু হিলের জুতা।

লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে লালগালিচায় হাঁটলেন সোনম। একই প্রতিষ্ঠানের আরও দুই মডেল হলিউড অভিনেত্রী জেন ফন্ডা ও রুশ মডেল নাতাশা পলির মাঝে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ২৯ বছর বয়সী এই তারকা। এ ছাড়া লরিয়ালের ব্র্যান্ড প্রেসিডেন্ট শাপাই সাইরিলকেও দেখা গেছে তার পাশে।

লালগালিচায় পায়চারির পর লরিয়ালের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোনম বলেছেন, 'রূপসজ্জা, জুতা, গাউন সবকিছুই দিনে দিনে অনেক ঝলমলে হয়েছে। বেড়েছে পরিধিও। অবশ্যই ইতিবাচক দিক এটা। '

কানে পঞ্চমবার হলেও লরিয়াল প্যারিসের সঙ্গে সাত বছর ধরে যুক্ত আছেন সোনম।

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ১৬০০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
জেএইচ

** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।