ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!

কান (ফ্রান্স) থেকে : 'বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না'- রুনা লায়লার এই গানটা ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্তরা গাইতে পারেন- 'কানের চারদিন চলে গেলো অ্যাশের দেখা পাইলাম না!' প্রতীক্ষার অবসান ঘটলো উৎসবের পঞ্চম দিনে। লালগালিচায় হাজির হয়েই রূপের রঙ ছড়ালেন  প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

তিনি পরেছিলেন ইলি সাবের ডিজাইন করা ঝলমলে পান্না-সবুজ গাউন। দেখে যেন মনে হচ্ছিলো কোনো সবুজ দেবী!

গত ১৭ মে লালগালিচায় পা মাড়ানোর পর কেট ব্ল্যানচেটের 'ক্যারল' ছবিটি দেখেছেন ঐশ্বরিয়া। তার হাতাহীন জাল আকৃতির গাউনটির সঙ্গে ঢেউ খেলানো চুল আর চীনামাটির আসনের মতো ত্বক মিলেমিশে চোখ ধাঁধিয়েছে সবার। পায়চারির ফাঁকে রাস্তায় ও পাশে সমবেত হওয়া ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসার চুম্বন উড়িয়ে দেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

গত বছর রবার্তো ক্যাভালির ডিজাইন করা সোনালি গাউন পরে কানের লালগালিচায় এসেছিলেন ঐশ্বরিয়া। এ নিয়ে চতুর্দশবারের মতো লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এসেছেন তিনি। একই প্রতিষ্ঠানের আরেক মডেল মার্কিন তারকা ইভা লঙ্গোরিয়ার সঙ্গে সেলফিও তুলেছেন বলিউডের এই অভিনেত্রী। তার আগেই রূপসজ্জার ফাঁকে তাদের দু'জনের সঙ্গে ছবি তোলার দলে যোগ দেন রুশ মডেল নাতাশা পলি ও চীনা অভিনেত্রী লি বিংবিং।

লালগালিচায় আসার কয়েক মিনিট আগে সবুজ গাউনটি পরে কন্যাসন্তান আরাধ্যর (৩) সঙ্গে খেলেছেন ঐশ্বরিয়া। আগের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা ফুলেল পোশাক পরে ভ্যারাইটি ম্যাগাজিনের এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। আগামী ১৯ মে কানে তার প্রত্যাবর্তনের ছবি 'জাজবা'র প্রথম ট্রেলার উন্মোচন হবে। পরদিন আবার লালগালিচায় দেখা দেবেন বচ্চন পরিবারের সুন্দরী বধূ। ২১ মে এইডস তহবিল সংগ্রহের জমজমাট আয়োজন আমফার গালায় স্বামীকে নিয়ে অংশ নেবেন অভিষেক বচ্চনের ঘরণী। সে পরের কথা। আপাতত কানের ৬৮তম আসরে তার প্রথম দর্শন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। লালগালিচায় সবুজ পরে এলে মোহনীয় তো লাগবেই! লাল-সবুজের বাংলাদেশ তো সেজন্যই রূপসী বাংলা!

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময়: ০১০০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
জেএইচ

** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।