ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নিশোর নতুন ঠিকানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৫
নিশোর নতুন ঠিকানা ফারহানা নিশো/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘদিন ধরে সফালতার সঙ্গে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন ফারহানা নিশো। সম্প্রতি বৈশাখী টেলিভিশন ছেড়ে যমুনা টেলিভিশনে যোগ দিয়েছেন জনপ্রিয় এই টিভি উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা।

২৪ ঘণ্টার সংবাদ নির্ভর এ চ্যানেলটিতে আজ (সোমবার) থেকে জেষ্ঠ্য বার্তা ও অনুষ্ঠান উপস্থাপকের দায়িত্ব পালন করছেন নিশো। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।  

 

নিশো বাংলানিউজকে বলেন, ‘ আজ রাত ১০টা ও ১টার সংবাদ উপস্থাপনার কথা রয়েছে আজ। এটাই এখন আমার বর্তমান কর্মস্থল। ’ 

 

২০০৩ সালে টেলিভিশনে সংবাদ পাঠ শুরু করা জনপ্রিয় এই উপস্থাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি সর্বশেষ বৈশাখী টেলিভিশনের হেড অব কর্পোরেট অ্যাফেয়ারস এবং জেষ্ঠ্য বার্তা ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন।  

 

উল্লেখ্য, এর আগে ফারহানা নিশো চ্যানেল ওয়ান, ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন ও এনটিভিতে কাজ করেছেন।

 

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৮ মে, ২০১৫

এমকে/

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।