ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির অপেক্ষায় ইউটার্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
মুক্তির অপেক্ষায় ইউটার্ন ইউটার্ন ছবিতে কনা

মুক্তির অপেক্ষায় রয়েছে আলভী আহমেদের প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’। এ ছবিতে গানের সঙ্গে পারফর্ম করেছেন কন্ঠশিল্পী কনা।

নিজেরই গাওয়া একটি গানে পারফর্ম করেছেন তিনি।

চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ নিজেই। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন, সেনিয়া হোসেন, আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী বিশ্বাস, আরশাদ আদনান, প্রসূন আজাদ , শহিদুজ্জামান সেলিম, ও মিশা সাওদাগর প্রমূখ।

নির্মাতা জানিয়েছেন, ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। সেভাবে আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি। দেখা যাক কি হয়। তবে খুব শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

ছবিটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। চলচ্চিত্রটিতে গান থাকছে মোট ছয়টি। সংগীতগুলোর মিউজিক কম্পোজিশন ও পরিচালনা করেছেন ফুয়াদ, অদিত ও রোকন ইমন। গানে কন্ঠ দিয়েছে কনা,ন্যান্সি ও তৌফিক।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৮ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।